Event Details

The large ECE FEST -Technocracy 2019 was successfully completed

গত ৫ জুলাই সন্ধ্যা ৬ টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো RUET এর ECE ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত Technocracy 2019 এর ২য় আসরের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড: মো রফিকুল ইসলাম সেখ, ভাইস চ্যান্সেলর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং আরো ছিলেন Technocracy 2019 এর চেয়ারম্যান প্রোফেসর ড: মো শামীম আনোয়ার, হেড অফ ইসিই ডিপার্টমেন্ট এবং সেক্রেটারি তাসনিম বিনতে সওকত, লেকচারার, ইসিই ডিপার্টমেন্ট, রুয়েট।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট এন্ড এবং সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথমেই Science Olympiads, যেটি তিনটি লেভেলে অনুষ্ঠিত হয়েছে: জুনিয়র, সেকেন্ডারী এবং হায়ার-সেকেন্ডারী। জুনিয়র লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ মুনাশশিরুল আলম (Rajshahi University School), সেকেন্ডারীতে চ্যাম্পিয়ন রায়ান বিনতে মোস্তফা (Natore Govt. Girls High School), এবং হায়ার সেকেন্ডারীতে চ্যাম্পিয়ন অনন্যা শাহরীন প্রমি (Rajshahi College)।

পরবর্তীতে, পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ী হয়েছে আমাদের রুয়েটের ECE ডিপার্টমেন্টের টিম Change Maker। তবে ২য় এবং ৩য় স্থান দখল করে নিয়েছে BAIUST এবং BAUET এর CSE ডিপার্টমেন্টের দুটি টিম। Projects Showcasing এর বিজয়ী হয়েছে BUBT এর Robo Ninja। এই ইভেন্টে আমাদের রুয়েট বিজয়ী হতে না পারলেও 2nd Ranner up এর অবস্থান ছিনিয়ে নিয়েছে রুয়েটের Team Enlighten।

Line Following Robot এর শিরোপা জিতে নিয়েছেন Prime Asia University এর টিম Maple Robotics। তবে Gaming Contest এর সব গুলো শিরোপা রেখে দিয়েছে রুয়েটের দুই শিক্ষার্থী, যথাক্রমে চ্যাম্পিয়ন মো. আনাস আহমেদ (ECE’16) এবং রানার আপ তৌসিফ মাহদী ফারাবী (ECE’17)। এছাড়া Junior Einstein এর Champion হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দল Braily। সর্বশেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ IEEE YESIST12 PILOT EVENT এর Champion হয়েছে Self Assistant।

সর্বশেষ, সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট IUPC বা Inter University Programming Contest-এ অংশগ্রহণ করা ৯৬ টি দলের মধ্য থেকে পুরস্কৃত করা হয়েছে শীর্ষ ৭টি দলকে। তাদের তালিকা নিম্নরূপ:
1. DU_SwampFire [ University of Dhaka ]
2. SUST_Braindead_Zombies [ Shahjalal University of Science and Technology ]
3. BUET UpsideDown [ Bangladesh University of Engineering and Technology ]
4. বাপ্রবি অপরাহ্ন [ Bangladesh University of Engineering and Technology ]
5. Buet save_titans_from_captain_levi [ Bangladesh University of Engineering and Technology ]
6. NSU MeowMax [ North South University ]
7. DU_CrackPlatoon [ University of Dhaka ]

IUPC তে সেরা দশে আছে রুয়েটের একটি টিম, RUET_NOT_TODAY [ Rajshahi University of Engineering & Technology ]।

অনুষ্ঠানের সকল অতিথি, অয়োজক, প্রতিযোগি এবং বিজয়ীদের জন্য Radio RUET এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

~ প্রতিবেদক:
মাহদী হাসান সিফাত
রিপোর্টার, টিম রেডিও রুয়েট